বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
মোট পদের সংখ্যা: ১১০ (একশত দশ)টি।
বয়স সংক্রান্ত তথ্য:
৩০-১০-২০২৫ তারিখে ১নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৭ বৎসর এবং ২ থেকে ৫নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা http://brri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৭-১০-২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ টা।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩০-১০-২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার ফি:
৬ষ্ঠ-৯ম গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ