সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) তাদের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫০টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদগুলোর বিস্তারিত বিবরণ:

সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (স্থায়ী): ১টি
সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (অস্থায়ী): ৪টি
ডাটা এনালিস্ট: ১টি
ট্রান্সপোর্ট সুপারভাইজার: ১টি
এসএ (ফিল্ডম্যান): ৪টি
এসিসটেন্ট লাইব্রেরিয়ান: ১টি
ইউডি কাম একাউনটেন্ট: ২টি
অডিটর: ১টি
ইউডিএ কাম ক্যাশিয়ার: ১টি
স্টেনো টাইপিষ্ট (সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর): ১টি
এগ্রোমেট্রোলজিক্যাল এসিসটেন্ট: ১টি
বেঞ্চ মেকানিক (ওয়ার্কসপ): ১টি
ড্রাইভার: ৩টি
বিল ক্লার্ক: ১টি
ট্রাক্টর ড্রাইভার: ১টি
প্লাম্বার: ২টি
পাম্প অপারেটর: ৩টি
এসিসটেন্ট কুক: ১টি
ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট: ১টি
দপ্তরী: ১টি
ওয়ার্কশপ এ্যাটেনডেন্ট: ২টি
এমএলএসএস (অফিস সহায়ক): ৬টি
ইলেকট্রিক এটেনডেন্ট: ১টি
গার্ড কাম কুক: ৩টি
সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী): ৩টি
ক্যাটল কিপার: ১টি
সুইপার (পরিচ্ছন্নতাকর্মী): ১টি

বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স ৩০-১০-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে http://brri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে: ০৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

পরীক্ষার ফি:
পদের গ্রেড অনুযায়ী পরীক্ষার ফি ভিন্ন হবে:
- গ্রেড-১০ পদের জন্য মোট ২২৩/- টাকা (সার্ভিস চার্জসহ)।
- গ্রেড-১১ ও ১২ পদের জন্য মোট ১৬৮/- টাকা (সার্ভিস চার্জসহ)।
- গ্রেড-১৩ থেকে ১৬ পদের জন্য মোট ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ)।
- গ্রেড-১৭ থেকে ২০ পদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের জন্য মোট ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

দৈনিত ইত্তেফাক-১০-০৬-২০২৫ তারিখ

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ