ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের

ক্যারিয়ার সুযোগ: ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বয়সসীমা (Age Limit)

  • সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে)।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা (Other Requirements)

  • শক্তিশালী যোগাযোগ দক্ষতা (কথা বলা ও লেখায়)।
  • আন্তঃব্যক্তিক সম্পর্কে চমৎকার দক্ষতা (Excellence in interpersonal skills)।
  • আধুনিক প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান থাকতে হবে।
  • মাইক্রোসফট অফিস (MS Office)-এ ভালো ব্যবহারিক দক্ষতা।
  • প্রার্থীকে অবশ্যই যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে (যদি চাকুরিরত হন)।
  • কর্মস্থল (Job Location)
  • বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদন পদ্ধতি (Application Procedures)

  • যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে ব্যাংকের ওয়েবসাইট: career.islamibankbd.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদনের সময় অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি (JPG, সর্বোচ্চ সাইজ ৫০ KB) এবং স্বাক্ষর (JPG, সর্বোচ্চ সাইজ ১০০ KB) আপলোড করতে হবে।
  • পোস্টাল বা কুরিয়ার/শারীরিকভাবে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন শেষ তারিখ (Application Deadline)

  • ২২ জানুয়ারি ২০২৬


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ