ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের

ক্যারিয়ার সুযোগ: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা (Academic Qualifications)

  • মাস্টার্স ডিগ্রি ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ-সহ অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (Graduation in Engineering) ডিগ্রি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
  • এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষায় জিপিএ (GPA) ২.০০-এর কম নয় (৫-এর স্কেলে)।
  • অথবা, জিপিএ ২.২৫-এর কম নয় (৪-এর স্কেলে)।
  • অথবা, সিজিপিএ ২.৮১৩-এর কম নয় (৫-এর স্কেলে)।
  • বিঃ দ্রঃ: পাস কোর্স এবং মাস্টার্স পরীক্ষার ক্ষেত্রে ৩য় বিভাগ/শ্রেণিকে ৩য় বিভাগ/শ্রেণি হিসেবে গণ্য করা হবে।

বয়সসীমা (Age Limit)

  • সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (১৬ অক্টোবর ২০২৫ তারিখে)।
  • তবে, ব্রড সিপিও (BRPD Circular) নং ৫৪-এর নির্দেশনা অনুসারে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে পারবে।
  • বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট গ্রহণ করা হবে এবং কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বেতন ও অন্যান্য সুবিধা (Salary & Allowances)

  • শিক্ষানবিশকালে (Probation Period) ব্যাংকের নীতি অনুযায়ী মাসিক ২৭,০০০/- টাকা একত্রিত (consolidated) বেতন দেওয়া হবে।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা (Other Requirements)

  • শক্তিশালী যোগাযোগ দক্ষতা (কথা বলা ও লেখায়)।
  • আন্তঃব্যক্তিক সম্পর্কে চমৎকার দক্ষতা (Excellence in interpersonal skills)।
  • আধুনিক প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান থাকতে হবে।
  • মাইক্রোসফট অফিস (MS Office)-এ ভালো ব্যবহারিক দক্ষতা।
  • প্রার্থীকে অবশ্যই যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে (যদি চাকুরিরত হন)।
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকের সাথে একটি সিওরিটি বন্ড (Surety Bond) সম্পাদন করতে হবে।

কর্মস্থল (Job Location)

  • বাংলাদেশের যেকোনো স্থানে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Procedures)

  • যোগ্য ও সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য এসএমএস (SMS)-এর মাধ্যমে ডাকা হবে।
  • সকল চিঠিপত্র/যোগাযোগ এসএমএস-এর মাধ্যমেই করা হবে।
  • কোনো প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয়।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ (TA/DA) দেওয়া হবে না।
  • নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো কারণ না দেখিয়েই যেকোনো আবেদন বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আবেদন পদ্ধতি (Application Procedures)

  • যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে ব্যাংকের ওয়েবসাইট: career.islamibankbd.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদনের সময় অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি (JPG, সর্বোচ্চ সাইজ ৫০ KB) এবং স্বাক্ষর (JPG, সর্বোচ্চ সাইজ ১০০ KB) আপলোড করতে হবে।
  • পোস্টাল বা কুরিয়ার/শারীরিকভাবে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন শেষ তারিখ (Application Deadline)

  • ১৬ অক্টোবর ২০২৫

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ