কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে পদের সুনির্দিষ্ট নাম উল্লেখ করা হয়নি, তবে ক্রমিক নং ১ হতে ৪ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদনের প্রক্রিয়া:

  • আগ্রহী প্রার্থীরা মোবাইল নাম্বারসহ আবেদনপত্র জমা দেবেন।
  • আবেদনপত্রের সাথে বিএমএন্ডডিসি-এর হালনাগাদকৃত রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাবলিকেশন্স এবং সকল প্রয়োজনীয় সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • আবেদন ফি হিসেবে ক্রমিক নং ১ হতে ৩ পর্যন্ত পদের জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ক্রমিক নং ৪ এর জন্য ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট অথবা কলেজ হিসাব শাখায় নগদ জমার রশিদ জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২.১০.২০২৫ ইং দুপুর ২.০০ টা পর্যন্ত

সাক্ষাৎকার:

সাক্ষাৎকারের তারিখ মোবাইল SMS এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সূত্রঃ প্রথম আলো-২৯-০৯-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ