সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১-২০ গ্রেডের শুন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে:

  • পরিসংখ্যানবিদ: ০২ জন
  • ষ্টোর কিপার: ০৫ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৩ জন
  • স্বাস্থ্য সহকারী: ১১৬ জন
  • ড্রাইভার: ০১ জন

আবেদনকারীর বয়স: ৩০/০৯/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের ০৮/১০/২০১৮ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে পরিসংখ্যানবিদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং তাদের বয়স পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে (http://csl.teletalk.com.bd অথবা http://csil.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদন শুরু: ৩০/০৯/২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা
  • আবেদনের শেষ তারিখ: ২০/১০/২০২৫ খ্রিঃ বিকাল ০৫:০০ ঘটিকা
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুরের ওয়েবসাইট (http://csl.teletalk.com.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ