রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিএল)-এ চাকরির সুযোগ
(Rural Power Company Limited - RPL)
Of course! I'll summarize the job opportunity from the image in a clear and well-organized manner in Bengali.
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিএল)-এ চাকরির সুযোগ
(Rural Power Company Limited - RPL)
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেকানিক্যাল) বা আর্কিটেকচার-এ স্নাতক ডিগ্রি।
- সিজিপিএ (CGPA) ৫.০-এর মধ্যে ৩.৫ বা স্কেল ৪.০-এর মধ্যে ২.৫ পেতে হবে। যেকোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী বা এর নিচে ফলাফল গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা:
১. সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে (PSCs/SOEs/Autonomous Bodies) কর্মরত প্রার্থীদের জন্য:
- প্রথম শ্রেণীর/সমমানের পদে (PSC-এর জাতীয় বেতন স্কেল-৪) কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
২. বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের জন্য:
- কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৫ বছরের সিনিয়র ম্যানেজমেন্ট/নেতৃত্ব পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বর্তমান পদে দায়িত্ব ও অভিজ্ঞতার বিশদ বিবরণ ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সত্যায়িত হতে হবে।
৩. অন্যান্য দক্ষতা:
- পরিকল্পনা/উন্নয়ন/জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজ/পিপিএ (PPA), পিপিডি (PPD), ডিপিই (DPE) প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
- টিপিএম (TPM), মোট গুণগত মান ব্যবস্থাপনা (TQM), কর্পোরেট গভর্নেন্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে।
- ইংরেজি ও বাংলা উভয় ভাষায় চমৎকার যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
- মূল বেতন: প্রতি মাসে ৭৪,৯০০ টাকা।
- ভাতা: মূল বেতনের ৫০% ঘর ভাড়া, চিকিৎসা ও পরিবহন ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক ভাতা (বিধি অনুযায়ী)।
- এছাড়াও, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কোম্পানি গ্রুপ ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, ছুটি নগদীকরণ বা চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সুবিধা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
- তিনি/তিনি কোম্পানির প্রচলিত নিয়মানুযায়ী অবসরকালীন সুবিধা (Gratuity, Provident Fund, etc.) পাবেন।
- আয়কর প্রার্থী নিজেই বহন করবেন।
বয়সের সীমা
- সর্বনিম্ন: ৪৫ বছর
- সর্বোচ্চ: ৬০ বছর (যোগ্য/দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য হতে পারে)।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র (Application Form) পূরণ করে নিম্নলিখিত নথিপত্রসহ তিন কপি জমা দিতে হবে: ১. সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি। ২. সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল/সাময়িক সার্টিফিকেট এবং চাকরির প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ও সময়সীমা:
- ঠিকানা: জিএম (এইচআর ও অ্যাডমিন) অ্যাড. চার্জ, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিএল), লেভেল-৪, প্লট নং-৫২, রোড নং-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।
- সময়সীমা: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ