জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর মেডিকেল প্রোমোশন অফিসার পদের চাকরির সুযোগ

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: চাকরির সুযোগ

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এটি ISO 9001:2015 সার্টিফাইড এবং বিশ্বমানের ওষুধ উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সহ সম্পূর্ণ GMP (Good Manufacturing Practice) অনুগত কারখানা রয়েছে।

পদের নাম: মেডিকেল প্রোমোশন অফিসার

দায়িত্ব ও কর্তব্য (Responsibilities):

  • চিকিৎসা পেশাজীবীদের সাথে কার্যকরভাবে পণ্যের তথ্য যোগাযোগ করা।
  • প্রেসক্রিপশন তৈরি এবং বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • রসায়নবিদদের (কেমিস্ট) সাথে দেখা করা এবং অর্ডার সংগ্রহ করা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা (Qualifications):

  • বিজ্ঞান বিভাগে HSC/SSC স্তরের পরে মাস্টার্স/গ্র্যাজুয়েট
  • M.Sc/B.Sc/M. Pharm/B. Pharm ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সুদর্শন, আক্রমণাত্মক এবং কঠিন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করতে সক্ষম।
  • বয়স ৩২ বছরের বেশি হওয়া যাবে না।

কাজের এলাকা (Working Area):

  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক।

সুযোগ সুবিধা (We Offer):

  • শিল্পের মধ্যে সেরা বেতন কাঠামো
  • ভ্রমণ এবং দৈনিক ভাতা।
  • সাবসিডাইজড মোবাইল এবং মোটরসাইকেল সুবিধা।
  • প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুবিধা।
  • ইনসেনটিভ এবং বিদেশ ভ্রমণের সুযোগ।

ওয়াক-ইন-ইন্টারভিউ

আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং দুটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি নিয়ে নিম্নলিখিত স্থানগুলোতে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে:

তারিখ বার সময়ঃ ৩ অক্টোবর শুক্রবার সকাল ৯.৩০টা থেকে দুপুর ১২.৩০টা 

 ৪ অক্টোবর শনিবার  সকাল ১০.০০টা থেকে বিকাল ৩.০০টা 

সূত্রঃ প্রথম আলো-২৬-০৯-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ