অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং-এ “ইকনমিক মিনিস্টার” পদে ০১ (এক) জন কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের নিকট হতে আবেদনপত্র আহবান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ইকনমিক মিনিস্টার (০১টি)
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
আবেদনের প্রক্রিয়া:
যোগ্য ও আগ্রহী কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়নপত্রসহ) নির্ধারিত “জীবন বৃত্তান্ত ছক” পূরণপূর্বক (হার্ডকপি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সদ্য তোলা সত্যায়িত ছবি সংযুক্ত করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।
এছাড়াও, পূরণকৃত “জীবন বৃত্তান্ত ছক” এর সফট কপি (সংলগ্নি ছাড়া) মাইক্রোসফট ওয়ার্ড এ 'নিকস' ফন্টে ই-মেইলে (drsd.erd@mof.gov.bd) প্রেরণের অনুরোধ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: আগামী ০৫/১০/২০২৫ খ্রি: তারিখ বেলা ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ