অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ইকনমিক উইং-এ “ইকনমিক মিনিস্টার” পদে ০১ (এক) জন কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের নিকট হতে আবেদনপত্র আহবান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ইকনমিক মিনিস্টার (০১টি)

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:

  • আবেদনকারীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে এবং তাঁর চাকরি স্থায়ী হতে হবে।
  • যে সকল কর্মকর্তার চাকরির অবশিষ্ট মেয়াদ এই আবেদন গ্রহণের শেষ তারিখ হতে ০৪ (চার) বছরের কম, তাঁরা আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
  • যে সকল কর্মকর্তা ইতঃপূর্বে প্রেষণে বা সরকারি পদে বিদেশে চাকরি করেছেন, তাঁরা চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের ০৩ (তিন) বছরের মধ্যে আবেদন করতে পারবেন না। বিদেশে বাংলাদেশ হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেটের একই পদে বা সমমর্ষাদার পদে ইতঃপূর্বে চাকরি করা কর্মকর্তাগণও আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
  • ১ জানুয়ারি, ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান সংখ্যা দুইয়ের অধিক, তাঁদের আবেদন বিবেচনাযোগ্য হবে না। আবেদনপত্রে অবশ্যই সন্তান সংখ্যা, নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে।
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রির সনদপত্রের সাথে উক্ত ডিগ্রির সমতা সংক্রান্ত যথাযথ মন্ত্রণালয়/ইউজিসি এর প্রত্যয়ন আবেদনের সাথে দাখিল করতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

যোগ্য ও আগ্রহী কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়নপত্রসহ) নির্ধারিত “জীবন বৃত্তান্ত ছক” পূরণপূর্বক (হার্ডকপি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সদ্য তোলা সত্যায়িত ছবি সংযুক্ত করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।

এছাড়াও, পূরণকৃত “জীবন বৃত্তান্ত ছক” এর সফট কপি (সংলগ্নি ছাড়া) মাইক্রোসফট ওয়ার্ড এ 'নিকস' ফন্টে ই-মেইলে (drsd.erd@mof.gov.bd) প্রেরণের অনুরোধ করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: আগামী ০৫/১০/২০২৫ খ্রি: তারিখ বেলা ৫.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ