বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের “উপসহকারী প্রকৌশলী” (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৬ জুলাই ২০২৫ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো:
- উপসহকারী প্রকৌশলী (স্টোর), ২০২৩: ৪৭ জন
- উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০১৯: ৫৯ জন
- উপসহকারী প্রকৌশলী (সিভিল), ২০২৩: ৪৮ জন
- উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), ২০১৯: ৪৭ জন
- উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার), ২০১৯: ৪ জন
- উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ২০২৩: ১০৯ জন
- উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ২০২৩: ৬৩ জন
- উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ২০১৯: ১৪ জন
- উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ২০২৩: ৪৭ জন
- উপসহকারী প্রকৌশলী (ব্রীজ), ২০২৩: ৪ জন
- উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর), ২০২৩: ১০ জন
- উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ২০২৩: ১২ জন
- উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), ২০২৩: ১৪৬ জন
- উপসহকারী প্রকৌশলী (এস্টেট), ২০২৩: ২ জন
- উপসহ সহকারী প্রকৌশলী (মেরিন), ২০২৩: ৩ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের App_Form_1_5 (Application Form) কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করে নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদিসহ ০১ (এক) সেট আবেদনপত্র জমা দিতে হবে:
- বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি;
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি;
- বয়স প্রমাণের ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি;
- জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি;
- নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি;
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদপত্রের সত্যায়িত কপি;
- অনধিক ৩ মাস পূর্বে তোলা ০৩ (তিন) কপি পার্সপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি;
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
- কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
আবেদনের প্রক্রিয়া: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে আগামী ০৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ১৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত পরিচালক (ইউনিট-২), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান: মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ