জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • আইন ও বিচার বিভাগ:  প্রভাষক (স্থায়ী)-০৩ 
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ: সহযোগী অধ্যাপক (স্থায়ী)-০১ প্রভাষক (স্থায়ী)-০২ প্রভাষক (অস্থায়ী)-০১
  • ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস: প্রভাষক (অস্থায়ী) - ১টি

বেতন স্কেল:

  • সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০/- টাকা
  • প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট এবং প্রভাষক পদের জন্য ৭ সেট আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, গবেষণামূলক প্রকাশনার কপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৬০০/- (ছয়শত) টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংক পিএলসি জাবি শাখার সিডি-৬৮ একাউন্টে ৬০০/- টাকা জমাদানের রশিদসহ জমা দিতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (juniv.edu) অথবা অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ:

  • সহযোগী অধ্যাপক পদের জন্য: ১৪ অক্টোবর ২০২৫
  • প্রভাষক পদের জন্য: ০৮ অক্টোবর ২০২৫

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ