সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদীর অধীনে ১১-২০ গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) রাজস্ব খাতের অন্তর্ভুক্ত স্থায়ী ও অস্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। মোট ২০৭টি পদে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
(উল্লেখ্য, স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে।)
বয়স সংক্রান্ত তথ্য:
২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা http://csnarsingdi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। ক্রমিক নং-০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক নং-০৭ এর জন্য ৫৬/- টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫৬/- টাকা।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা থেকে। আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ১২ অক্টোবর ২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে এবং http://csnarsingdi.teletalk.com.bd অথবা https://csnarsingdi.gov.bd ওয়েবসাইটে জানানো হবে।
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-সি.এস.নর/প্রশাসন/৩য়-৪র্থ শ্রেণী জনবল নিয়োগ/২০২৪/২৮৪৫, তারিখ-১৮/০৩/২০২৪ খ্রিঃ) অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন বহাল থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ