জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯ম থেকে ১১তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে মোট ১৭টি শূন্য পদের লিখিত (রচনামূলক) পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৭/০৯/২০২৫ খ্রি: তারিখে বিকাল ৩:০০টা থেকে ৩:৫০ মিনিট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, একই তারিখে (২৭/০৯/২০২৫ খ্রি: শনিবার) পরীক্ষাটি দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নতুন কেন্দ্র হলো: আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ।
যে ৭টি ক্যাটাগরির পদের জন্য পরীক্ষা নেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে: সহকারী স্থপতি, সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী (সিভিল), উপ সহকারী প্রকৌশলী (সিভিল), উপ সহকারী প্রকৌশলী (ই/এম), প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট), এবং বিভাগীয় হিসাবরক্ষক।
সংশ্লিষ্ট প্রার্থীদের পরিবর্তিত সময় ও কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ