বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২৭টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদসমূহের বিবরণ:

  • জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার: ০৩টি
  • অপারেশল্স আ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি): ০২টি
  • প্রভিশনিং কন্ট্রোল আ্যাসিস্ট্যান্ট: ০১টি
  • জুনিয়র টেইলর কাম আপহোলস্টার: ০১টি
  • প্রেস আ্যাসিস্ট্যান্ট: ০৩টি
  • জুনিয়র ফটোগ্রাফার: ০১টি
  • সিডিউলিং আ্যাসিস্ট্যান্ট (এমটি): ০৫টি
  • ইনচার্জ স্যাম্পল সেকশন: ০১টি
  • জুনিয়র মেকানিক (এমটি): ০৬টি
  • জুনিয়র স্টোর কিপার (এমটি): ০১টি
  • জুনিয়র মাইলেজ রেকর্ড আ্যাসিস্ট্যান্ট (এমটি): ০২টি
  • জুনিয়র আপহোলস্টার (এমটি): ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা: ২৩-০৯-২০২৫ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: ২৩-০৯-২০২৫ খ্রি. সকাল ১০:০০টা
  • অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ২২-১০-২০২৫ খ্রি. বিকাল ০৫:০০টা
  • ফি জমাদানের শেষ সময়: অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে।

পরীক্ষার ফি:

  • ক্রমিক নং ০১ ও ০২ এ বর্ণিত পদসমূহের জন্য: ৫৫৮/- টাকা (অফেরতযোগ্য)
  • ক্রমিক নং ০৩ থেকে ০৭ এ বর্ণিত পদসমূহের জন্য: ৩৩৫/- টাকা (অফেরতযোগ্য)
  • ক্রমিক নং ০৮ থেকে ১২ এ বর্ণিত পদসমূহের জন্য: ২২৩/- টাকা (অফেরতযোগ্য)

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ