গণপ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশ অনুযায়ী, অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের মোট ০৭ (সাত) জন কর্মকর্তাকে নতুন আয়ন ও ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই কর্মকর্তাগণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত দপ্তরের কর্মচারীদের বেতন ভাতাদি, নগদ মজুরি, পণ্য ও সেবার ব্যবহার, মেরামত, অন্যান্য ব্যয়, সম্পদ সংগ্রহ ও ত্রুয় ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য আয়ন ও ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) এর দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে রয়েছেন লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান পদমর্যাদার কর্মকর্তারা। যাদের মধ্যে রয়েছেন মোঃ মনজুর আলম, মোঃ হাবিবুর রহমান, সাজু আহম্মেদ, মোঃ নাসিফ সাদিক শিশির, মার্ফা আক্তার, ফেরদৌস আক্তার এবং ইকবাল আহম্মদ। তাদের বিস্তারিত পদবী ও ডিডিও হিসেবে দায়িত্বপ্রাপ্ত গণগ্রন্থাগারের তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ