SK+F (Eskayef) ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি চাকরির বিজ্ঞাপন দেওয়া আছে।
SK+F এ ক্যারিয়ার: মেডিকেল সার্ভিসেস অফিসার পদে নিয়োগ
SK+F (Eskayef) বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম, যা গুণগত মান এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে স্বাস্থ্যসেবায় উন্নতি সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।
কোম্পানিটি তাদের মেডিকেল সার্ভিসেস অফিসার পদে কিছু সংখ্যক তরুণ ও উদ্যমী কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে।
চাকরির দায়িত্ব ও কর্তব্য:
- চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে বৈজ্ঞানিক তথ্য ছড়িয়ে দেওয়া।
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং অর্ডার নিশ্চিত করা।
আবেদনের জন্য যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা বি.ফার্ম/গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
- এসএসসি থেকে সকল পরীক্ষায় ভালো ফল (এক্ষেত্রে প্রথম শ্রেণি বা সমমানের ফল) থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা:
- আকর্ষণীয় বেতন
- মাসিক ইনসেন্টিভ
- ত্রৈমাসিক ইনসেন্টিভ
- ফ্যাস্টিভাল বোনাস
- লাভের অংশ (Profit Bonus)
- প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি
- বিদেশ ভ্রমণ
- গ্রুপ ইন্স্যুরেন্স
- টিএ (TA) এবং ডিএ (DA) সহ অন্যান্য সুযোগ-সুবিধা
- দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
সরাসরি সাক্ষাৎকারের জন্য তারিখ ও স্থান
আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য তাদের পূর্ণ জীবনবৃত্তান্ত (CV), পাসপোর্ট আকারের ছবি, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিয়ে নিচের উল্লিখিত তারিখ ও ঠিকানায় উপস্থিত হতে বলা হয়েছে।
সরাসরি সাক্ষাৎকার করা যাবেঃ ২৮ সেপ্টেম্বর হতে ০৫ অক্টোবর পর্যন্ত।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ