সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও শাখা: বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন শাখার জন্য নাবিক ও এমওডিসি (নৌ) পদে প্রার্থী ভর্তি করা হবে। শাখাগুলোর মধ্যে রয়েছে সিম্যান, রেগুলেটিং, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড এবং টোপাস।

শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য ন্যূনতম ৮ম শ্রেণি থেকে শুরু করে এসএসসি (বিজ্ঞান)/সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কিছু পদের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান যোগ্যতা বাধ্যতামূলক। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা:

  • নাবিক: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২০ বছর।
  • এমওডিসি(নৌ): ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৭ থেকে ২২ বছর।

বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ১৬২.৫ সেঃমিঃ (৫'-৪") থেকে ১৭২.৫ সেঃমিঃ (৫'-৮") এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ১৫৭.৪৮ সেঃমিঃ (৫'-২") থেকে ১৬০.০২ সেঃমিঃ (৫'-৩") পর্যন্ত পদের ভিন্নতা অনুযায়ী। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা ১৬২.৫ সেঃমিঃ (৫'-৪") গ্রহণযোগ্য।
  • বুকের মাপ: পুরুষ ৭৬-৮১ সেঃমিঃ (৩০"-৩২"), সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২"); মহিলা ৭১-৭৬ সেঃমিঃ (২৮"-৩০"), সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২")।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক, সাতার জানা অত্যাবশ্যক এবং অবিবাহিত হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা (অফেরতযোগ্য) ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং (যেমন: বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন ফরম পূরণ করে ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

আবেদন করতে পারবেন ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে- ০৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত।

ভর্তি ও পরীক্ষার তারিখ, সময় ও স্থান: অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় সকল সনদপত্র ও কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিজ শাখার নির্ধারিত তারিখে (সকাল ০৮:০০ ঘটিকায়) নির্দিষ্ট ভর্তি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ০৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে বিভিন্ন ধাপে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন শাখায় ভর্তি ও পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে। বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকাসহ অন্যান্য নির্ধারিত কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

ফলাফল প্রকাশ: সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল ২৫ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে।

চাকরির সুবিধাদি: নির্বাচিত প্রার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ভাতাদিসহ বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, পারিবারিক রেশন, অবসর ভাতা, পদোন্নতির সুযোগ, বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, বিদেশে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ এবং মানসম্মত বাসস্থান সুবিধা পাবেন।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ