বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে ১৩টি পদে শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা:

  • সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক শাখা - বিজ্ঞান ও কলা বিভাগ): ০২ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - বাংলা): ০২ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - ইংরেজি): ০২ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - গণিত): ০২ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - রসায়ন): ০১ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - পদার্থ): ০১ জন
  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - ইসলাম ধর্ম): ০৩ জন

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, মোবাইল নম্বর, ই-মেইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, চারিত্রিক ও প্রশিক্ষণ সনদপত্র (যদি থাকে) এবং সম্প্রতি তোলা ০২ কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ডিইপিজেড, গণকবাড়ী, সাভার, ঢাকা-১৩৪৯ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ডিইপিজেড, সাভার ঢাকা-এর অনুকূলে ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

পরীক্ষার তথ্য: লিখিত, ডেমোনেস্ট্রেশন ও মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ