দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত লিখিত পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষাটি আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার) তারিখ সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ হলো:

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা-১২০৫।
  • সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২, অভয় দাস লেন, টিকাটুলি, ঢাকা-১২০৩।
  • ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, গহনা, ব্রেসলেট, মানিব্যাগ/ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ ঘন্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০:০০টায় পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ হবে এবং এরপর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ