সিভিল সার্জনের কার্যালয়, ঝালকাঠি কর্তৃক একটি সংশোধনী পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন পদে মোট ৪৫ জন জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদসমূহের বিস্তারিত বিবরণ:

  • কম্পিউটার অপারেটর: ০১টি পদ
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১টি পদ
  • পরিসংখ্যানবিদ: ০১টি পদ
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি পদ
  • স্টোর কিপার: ০৩টি পদ
  • স্বাস্থ্য সহকারী: ৩৬টি পদ
  • ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট: ০১টি পদ

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুসারে ভিন্ন ভিন্ন। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

বয়সসীমা: ১৫/০৯/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে, যারা পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি (স্মারক নং-স্বাসেবি/প্রশা-১/এডি/১সি-০১/২০১২-১০০, তারিখ ১৪/০১/২০২৪খ্রি. এবং স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৩/২০১৮/৪৫২৫ তারিখঃ ১০/০৮/২০১৮খ্রি.) অনুযায়ী আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে পূর্বের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী বয়স গ্রহণযোগ্য হবে এবং তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://csjhalakathi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ১৮/০৯/২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা
  • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/১০/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা
  • আবেদন ফি জমাদানের শেষ সময়: আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়ের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে।

আবেদন ফি: ক্রমিক নং ০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য মোট ১১২/- টাকা এবং ক্রমিক নং ০৭ পদের জন্য মোট ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ