সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের "সিস্টেম এনালিস্ট" [৫ম গ্রেড] পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
এই মৌখিক পরীক্ষা ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মোট ৩১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। একইসাথে, বিভিন্ন কারণে ২৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা পূর্বে উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করে এবং সকল স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ