বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ-এ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ৪৮ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা-ইংরেজি ভার্সন): বাংলা-০২ জন, ইংরেজি-০১ জন, গণিত-০২ জন, ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম ধর্ম)-০২ জন, জীববিজ্ঞান-০১ জন, হিসাববিজ্ঞান-০১ জন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং-০১ জন (মোট ১০ জন)
  • সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক শাখা-নার্সারি ও কেজি-ইংরেজি ভার্সন): ০৪ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ০২ 
  • অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর: ০১
  • ইলেকট্রিশিয়ান: ০১
  • ড্রাইভার (হালকা যানবাহন): ০১
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান): ০৩
  • ক্লিনার: ০১ জন
  • প্লাম্বার: ০১ জন


বয়সসীমা:

৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bashundharapsc.com থেকে নির্ধারিত ছকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের ফটোকপি (সত্যায়িত), অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত) সংযুক্ত করতে হবে।

এছাড়াও, গ্রেড-১০ হতে গ্রেড-১৩ পর্যন্ত পদের জন্য ৫০০/- টাকা, গ্রেড-১৪ হতে গ্রেড-১৬ পর্যন্ত পদের জন্য ৩০০/- টাকা এবং গ্রেড-১৯ ও গ্রেড-২০ এর পদের জন্য ২০০/- টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (মূল কপি) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করতে হবে:

অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর : গুলশান, ঢাকা-১২২১।

আবেদনপত্রের খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ তারিখ:

আবেদনপত্র ০৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে।


পরীক্ষার তথ্য:

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মোবাইল নম্বর/ই-মেইল এর মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ