ইউনিমড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ ওয়াক-ইন ইন্টারভিউ

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (MPO)

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয়তা:

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়স অনূর্ধ্ব ৩৩ বছর।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
  • আন্তরিক, কঠোর পরিশ্রমী এবং কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার মানসিকতা থাকতে হবে।
  • ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

মূল দায়িত্বসমূহ:

  • মেডিকেল ডিটেইলিং (Medical detailing)।
  • প্রেসক্রিপশন তৈরি (Generating prescriptions)।
  • অর্ডার সংগ্রহ (Collecting orders)।

সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন প্যাকেজ।
  • মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ (incentive) স্কিম।
  • নিজস্ব এবং পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

সঙ্গে যা যা আনতে হবে:

  • একটি বিস্তারিত জীবনবৃত্তান্ত (detailed resume)।
  • এক কপি সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি এবং ফটোকপি।

যাদের ফার্মাসিউটিক্যালস বিক্রয় বিভাগে অভিজ্ঞতা আছে, তাদের জন্য উচ্চতর পদ এবং বেতন বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে বয়সের সীমা শিথিলযোগ্য।

সরাসরি সাক্ষাৎকারের তারিখ ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ