বান্দরবান পার্বত্য জেলা পরিষদ তার অধীনে থাকা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে রাজস্বখাতভুক্ত ৪০টি সহকারী শিক্ষক পদ এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:

শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ০৯/১০/২০২৫ খ্রি. তারিখে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট (https://bhdc.gov.bd) অথবা সরাসরি https://bhdc.eservice-21.org লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হবে ১৪/০৯/২০২৫ খ্রি. তারিখে এবং আবেদনের শেষ তারিখ ০৯/১০/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০টা পর্যন্ত।

আবেদনপত্র সফলভাবে দাখিল করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ) বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদনপত্র গৃহীত হবে না।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ডাউনলোডের বিষয়ে মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ