জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
- পদের নাম ও সংখ্যা:
১. জুনিয়র টেকনিশিয়ান: ১টি পদ
২. মিউজিয়াম এ্যাটেনডেন্ট: ১টি পদ - শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র টেকনিশিয়ান: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল ট্রেডে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মিউজিয়াম এ্যাটেনডেন্ট: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। - বয়স সংক্রান্ত তথ্য:
প্রার্থীর বয়সসীমা ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। - আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা nmst.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। - আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা
আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। - পরীক্ষার ফি:
ক্রমিক নং ১ পদের জন্য ১০০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা।
ক্রমিক নং ২ পদের জন্য ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা।
তবে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা সকল পদের জন্য ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা জমা দিবেন। - পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইটে (nmst.gov.bd) জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ