এসিআই এনিমেল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রাণিস্বাস্থ্য প্রতিষ্ঠান, যা গবাদিপশু, মাছ এবং পোষা প্রাণীর ঔষধ, ভ্যাকসিন, পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদন করে সরবরাহ করে থাকে। উন্নত গ্রাহক পরিষেবা, প্রয়োজনীয় কারিগরি শিক্ষা এবং ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সমস্যার সমাধানে সর্বদা সচেষ্ট থাকি। এসিআই এনিমেল হেলথ দেশের প্রাণিচর চাহিদা পূরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা আমাদের মার্কেটিং টিমের জন্য কিছুসংখ্যক মার্কেটিং অফিসার নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছি।

পদের নামঃ মার্কেটিং অফিসারএসিআই এনিমেল হেলথ

প্রধান দায়িত্বসমূহ:

  • এলাকাভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারী এবং ভেটেরিনারী চিকিৎসক পরিদর্শন করা।

প্রয়োজনীয় যোগ্যতা:

  • এসএসসি-তে বিজ্ঞান বিভাগসহ যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস।
  • বয়স সর্বোচ্চ ৩২ বছর।
  • মোটরসাইকেল চালনায় পারদর্শীতা।
  • বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন, যাতায়াত ভাতা, সেলস ইনসেনটিভস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বীমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সাক্ষাৎকারের স্থান, সময় ও তারিখ:আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র এবং জীবনবৃত্তান্ত নিয়ে নিম্নলিখিত যেকোনো একটি নির্ধারিত স্থানে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

  • ঢাকা:
    • তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
    • স্থান: এসিআই সেন্টার, ২৪৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
    • সময়: সকাল ০৯:০০টা থেকে শুরু হবে।
  • কুমিল্লা:
    • তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫
    • স্থান: এসিআই ডিপো, হাজীপুর পেট্রোল পাম্প, লকসাম রোড, কুমিল্লা।
    • সময়: সকাল ০৯:০০টা থেকে শুরু হবে।