বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগে অতিরিক্ত পরিচালক (এক্স ক্যাডার-সিকিউরিটি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত/পিআরএল গমনকারী ন্যূনতম মেজর সমমর্যাদার কর্মকর্তা হতে হবে। ডিজিটাল সিকিউরিটি ও অটোমেশন, নিরাপত্তা ব্যবস্থার বিশ্লেষণ ও মূল্যায়ন, জনবল, সরঞ্জাম, নজরদারি ব্যবস্থাপনা ও প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ০১/০৯/২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬০ বছর হতে হবে।
বেতন: মাসিক সর্বসাকুল্যে ২,২৫,০০০.০০ টাকা।
চুক্তির মেয়াদ: ০৩ বছর।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, বিস্তারিত জীবনবৃত্তান্ত এবং প্রমাণক দলিলাদির (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অবসর গ্রহণ সংক্রান্ত আদেশ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদির সত্যায়িত কপি) সহ পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (gm.hrd1@bb.org.bd) আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫/১০/২০২৫।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ