বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর আওতাধীন বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কেওয়াটখালী, ময়মনসিংহে সম্পূর্ণ অস্থায়ী “দৈনিক সম্মানী” ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত পদসমূহে আবেদন করতে পারবেন।


পদের নাম ও সংখ্যা:

  • সহকারী শিক্ষক (গণিত/ভৌতবিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বাণিজ্য/ব্যবসায় শিক্ষা) - ১ জন
  • সহকারী শিক্ষক (ইংরেজী/বাংলা) - ১ জন
  • সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) - ১ জন
  • সহকারী শিক্ষক (বিজ্ঞান) - ১ জন


শিক্ষাগত যোগ্যতা:

  • সহকারী শিক্ষক (গণিত/ভৌতবিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বাণিজ্য/ব্যবসায় শিক্ষা): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত/ভৌতবিজ্ঞান/সামাজিক বিজ্ঞান/বাণিজ্য/ব্যবসায় শিক্ষা বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রী/সমমান।
  • সহকারী শিক্ষক (ইংরেজী/বাংলা): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজী/বাংলা বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ সহ স্নাতক ডিগ্রী/সমমান।
  • সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম): স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২.৫০ সিজিপিএ সহ ফাজিল ডিগ্রী/সমমান।
  • সহকারী শিক্ষক (বিজ্ঞান): এইচএসসি (বিজ্ঞান) সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২.৫০ সিজিপিএ সহ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী/সমমান।


অন্যান্য যোগ্যতা:

  • এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় জি.পি.এ-৫ স্কেলের ক্ষেত্রে নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


বয়সসীমা:

০১-১০-২০২৫খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ) বছর। (মাউশি নীতিমালা-২০১৮ইং অনুযায়ী)


আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও ই-মেইলসহ জীবন বৃত্তান্ত, দুই কপি ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ প্রধান প্রকৌশলী এর দপ্তর, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল, বিউবো, ময়মনসিংহ বরাবর ডাক/কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, কেওয়াটখালী, ময়মনসিংহ হিসাব নং- ৩৩১৭১০০০০০২৭৪, রাইটি নং ২০০৬১১৭৮১ সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ বিজনেস সেন্টার ব্রাঞ্চ, ময়মনসিংহ হিসাবে ৩০০/- (তিনশত) টাকা ক্যাশ জমা করার স্লিপ দাখিল করতে হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।


আবেদনের শেষ তারিখ:

২৯-০৯-২০২৫খ্রি.


পরীক্ষার তারিখ ও সময়:

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ