বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করেছে:

পদের নাম ও সংখ্যা:

  • প্রভাষক: সমাজকর্ম কৃষি 
  • সহকারী শিক্ষক: বাংলা (০২ জন), ইংরেজি (০২ জন), গণিত (০১ জন), পদার্থবিজ্ঞান (০১ জন), রসায়ন (০১ জন) - মোট ০৭ জন
  • ল্যাব সহকারী (রসায়ন): ০১ জন 
  • ড্রাইভার: ০২ জন
  • সহকারী ড্রাইভার: ০১ জন
  • কার্পেন্টারঃ ০১ জন
  • পরিচ্ছন্নতা কর্মী: ০২জন

বয়স সংক্রান্ত তথ্য:

  • প্রভাষক, সহকারী শিক্ষক ও ল্যাব সহকারী পদের জন্য আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৩৫ বছর
  • ড্রাইভার, এমএলএসএস, সুইপার ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৩০ বছর

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.bcpsc.edu.bd) এ লগইন করে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রবেশপত্র অনলাইন থেকেই সংগ্রহ করতে হবে।

আবেদন ফি:

  • প্রভাষক পদের জন্য ৬০০/- টাকা
  • সহকারী শিক্ষক পদের জন্য ৫০০/- টাকা
  • ল্যাব সহকারী ও ড্রাইভার পদের জন্য ৪০০/- টাকা
  • এমএলএসএস, সুইপার ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৩০০/- টাকা

আবেদনের শেষ তারিখ:

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

  • লিখিত পরীক্ষা: ১১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
  • মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য একই দিনে দুপুর ০২:৩০ ঘটিকায় মৌখিক পরীক্ষা শুরু হবে।

সকল প্রার্থীকে পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ