ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪১টি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকগণকে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) - ০৫টি পদ
  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) - ০২টি পদ
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) - ১২টি পদ
  • অফিস সহায়ক (গ্রেড-২০) - ২২টি পদ


বয়স সংক্রান্ত তথ্য:
প্রার্থীদের বয়স ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে টেলিটকের ওয়েবসাইট (http://dpt.teletalk.com.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৫:০০ টা। আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি: ক্রমিক নং ১-৩ এর পদের জন্য ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ) এবং ক্রমিক নং ৪ এর পদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর প্রার্থীদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে (ptd.gov.bd) জানানো হবে। প্রবেশপত্র https://ptd.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরটি সর্বদা সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ