বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের পূর্বে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা সংশোধন এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বৃদ্ধি করেছে।
যে সকল পদের জন্য সংশোধনী আনা হয়েছে এবং আবেদন গ্রহণ করা হচ্ছে, সেগুলো হলো:
বয়সসীমা: একাউন্টস অফিসার পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং অন্যান্য পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (বিজ্ঞপ্তিতে উল্লেখিত সর্বশেষ আবেদন জমা দেওয়ার তারিখ অনুযায়ী)।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের উল্লিখিত ছক অনুযায়ী জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র "সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭" ঠিকানায় ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর অনুকূলে ২০০/- (দুইশত) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। এছাড়াও, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে), জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। খামের উপর অবশ্যই প্রার্থীত পদের নাম উল্লেখ করতে হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ