ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

  • প্রধান শিক্ষক: ১টি পদ
  • সহকারী প্রধান শিক্ষক: ১টি পদ
  • সহকারী শিক্ষক (ইংরেজি): ২টি পদ
  • সহকারী শিক্ষক (গণিত): ৩টি পদ
  • সহকারী শিক্ষক (বিজ্ঞান): ৩টি পদ (পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান)
  • সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা): ১টি পদ
  • সহকারী শিক্ষক (মানবিক): ১টি পদ
  • সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান): ১টি পদ
  • সহকারী শিক্ষক (ধর্ম): ১টি পদ
  • সহকারী শিক্ষক (আইসিটি): ১টি পদ
  • প্রাথমিক ইন-চার্জ: ১টি পদ
  • সহকারী শিক্ষক (প্রাথমিক): ২টি পদ
  • দপ্তরি: ১টি পদ
  • আয়া: ১টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদ অনুযায়ী ভিন্ন। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

বয়সসীমা: প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং ৫০০/-(পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/জমা রশিদ (পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, হিসাব নম্বর-১৩৬১১১৭৮৬০০০০, এবি ব্যাংক, কোর্ট রোড, ব্রাহ্মণবাড়িয়া) সংযুক্ত করে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া বরাবর সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে ([email protected]) জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (অফিস চলাকালীন)।

লিখিত পরীক্ষার সময়সূচী:

  • তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (শুক্রবার)
  • সময়: সকাল ০৯:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত
  • স্থান: রীল শেড, পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।

লিখিত পরীক্ষার ফলাফল একই দিন রাত ৮:০০ ঘটিকায় পুলিশ লাইন স্কুল নোটিশ বোর্ড এবং জেলা পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষা ও ডেমো ক্লাস:

  • তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (শনিবার)
  • সময়: সকাল ১০:০০ ঘটিকা
  • স্থান: রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ