গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ডাক বিভাগের ডাক অধিদপ্তর, পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুর এবং আন্তর্জাতিক হিসাবরক্ষণ অফিস, ঢাকা কার্যালয়ের গ্রেড ১১ হতে গ্রেড ১৬ পর্যায়ের মোট ১৬টি ক্যাটাগরির ১১৯টি শূন্য পদে অপেক্ষমান তালিকা হতে সরাসরি নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে নির্বাচিত পদ ও পদসংখ্যা নিম্নরূপ:
- জুনিয়র একাউন্টেন্ট, গ্রেড-১১: ০৭ টি পদ
- ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস)/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব আরএমএস), গ্রেড-১২: ৩২ টি পদ
- স্মীপার কাম রিটাচার, গ্রেড-১২: ০১ টি পদ
- সহকারী (ডাক অধিদপ্তর), গ্রেড-১৩: ০২ টি পদ
- সীট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্টেনোগ্রাফার), গ্রেড-১৩: ০৬ টি পদ
- উপজেলা পোস্টমাস্টার, গ্রেড-১৩: ৪৬ টি পদ
- মনোটাইপ কী বোর্ড অপারেটর, গ্রেড-১৩: ০১ টি পদ
- উচ্চমান সহকারী, গ্রেড-১৪: ০৩ টি পদ
- সীট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), গ্রেড-১৪: ০৭ টি পদ
- ক্যাশিয়ার, গ্রেড-১৪: ০১ টি পদ
- একাউন্টস এ্যাসিসটেন্ট, গ্রেড-১৫: ০৪ টি পদ
- ড্রাইভার (ভারী), গ্রেড-১৫: ০১ টি পদ
- ড্রাইভার (হালকা), গ্রেড-১৬: ০১ টি পদ
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড-১৬: ০৩ টি পদ
- মেশিনিস্ট, গ্রেড-১৬: ০১ টি পদ
- ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড-১৬: ০৩ টি পদ
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নামে স্থায়ী ঠিকানায় শীঘ্রই নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্তের উল্লেখযোগ্য গুরুতর ত্রুটি দেখা গেলে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ