প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিচ্ছিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৬৩টি পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়সসীমা শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ০৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা
  • আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি:
ক্রমিক নং ১-১২ এ বর্ণিত পদের জন্য ৭০০/- টাকা এবং ক্রমিক নং ১৩-২৩ এ বর্ণিত পদের জন্য ৫০০/- টাকা। এর সাথে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।

প্রার্থীদের প্রাথমিকভাবে লিখিত, ব্যবহারিক (প্রয়োজনীয় ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৩-০৯-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ