সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
বাংলাদেশ শিপিং কর্পোরেশন জাহাজসমূহের টেকনিক্যাল ম্যানেজমেন্ট কার্যক্রম সম্পাদনের জন্য চুক্তিভিত্তিক ০২ (দুই) বছরের জন্য নিম্নোক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে:
- সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার: সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে মাস্টার হিসেবে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ISM, ISPS, SMS, IMO, MARPOL, SOLAS, STCW সহ সংশ্লিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান ও অভিজ্ঞতা। স্বনামধন্য অয়েল ও কেমিক্যাল ট্যাঙ্কার কোম্পানি বা প্রতিষ্ঠানে DPA/CSO এর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- টেকনিক্যাল ম্যানেজার: সমুদ্রগামী বাণিজ্যিক অয়েল/কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ISM, ISPS, SMS, IMO, MARPOL, SOLAS, STCW সহ সংশ্লিষ্ট বিষয়ে সম্যক জ্ঞান ও ধারণা। স্বনামধন্য অয়েল ও কেমিক্যাল ট্যাঙ্কার কোম্পানি বা প্রতিষ্ঠানে CSO এর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের প্রক্রিয়া:
আবেদনকারীকে আগামী ০১ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রধান কার্যালয়, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম-এর বরাবর হার্ডকপি (খামের) এবং সফটকপি (সংযুক্তিসহ) hr@bsc.gov.bd ই-মেইলে পাঠাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
- প্রার্থীর জীবন-বৃত্তান্ত (Bio-data) এবং বিএসসি কর্তৃক নির্ধারিত ফরমে সী-সার্ভিস সংক্রান্ত তথ্য (সংশ্লিষ্ট ফরম সংস্থার ওয়েবসাইটে আপলোড করা আছে)
- সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি
- প্রফেশনাল ট্রেনিং ও অ্যাচিভমেন্ট সার্টিফিকেটের সত্যায়িত কপি
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
- সদ্য তোলা (০২ কপি) পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
- সিডিসি (CDC) এর সত্যায়িত কপি
- সিওসি (COC) ক্লাস-১ এর সত্যায়িত কপি
আবেদনের শেষ তারিখ: ০১ অক্টোবর, ২০২৫।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ