বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক নন-ক্যাডার বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ০১.০৮.২০২৫ তারিখে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী : ৯ম গ্রেড ৩টি স্থায়ী পদ। (পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে)।
২। সহকারী পরিচালক (প্রস) : ৯ম গ্রেড ১টি (স্থা্য়ী) পদ।
৩। পরিসংখ্যান কর্মকর্তা : ৯ম গ্রেড ১টি (স্থা্য়ী) পদ।
৪। ইন্সট্রাক্টর (টেক/ইন্সট্রমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল) : ৯ম গ্রেড ১টি অস্থায়ী পদ।
৫। ওয়ার্কসপ সুপার (ইলেকট্রনিক্স) : ৯ম গ্রেড ও ০২ টি অস্থায়ী পদ।
৬। ওয়ার্কসপ সুপার (আর্কিটেকচার এন্ড ইনটেরিয়র ডিজাইন) : ৯ম গ্রেড ও ১টি অস্থায়ী পদ।
৭। ‘শিল্প নির্দেশক/গ্রাফিকি শিল্প নির্দেশক/দৃশ্য পটকার (গ্রেড-২)’ : ৯ম গ্রেড ০২ (দুই)টি , (স্থায়ী ০১টি, অস্থায়ী ১টি পদ)।
৮। ‘চিত্রগ্রাহক (গ্রেড-২)’ : ৯ম গ্রেড ৬টি স্থায়ী পদ।
৯। সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) : ৯ম গ্রেড ১টি (স্থা্য়ী) পদ।
১০। সহকারী সচিব (লেজিসলেটিভ অনুবাদ) : ৯ম গ্রেড ৭টি স্থায়ী পদ।
১১। সহকারী প্রোগ্রামার : ৯ম গ্রেডের ১৭টি স্থায়ী/অস্থায়ী পদ। (পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে)।
১২। “সিনিয়র কম্পিউটার অপারেটর” : ৯ম গ্রেড ১টি অস্থায়ী পদ।
১৩। ডাটা এন্টি/কন্ট্রোল সুপারভাইজার : ১০ম গ্রেড ২টি স্থায়ী পদ।
১৪। ফটো টেকনিশিয়ান : ১০ম গ্রেড ৩টি অস্থায়ী পদ।
১৫। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ডাটা/টেলি কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং : ১০ম গ্রেড ৩টি অস্থায়ী পদ।
১৬। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি) : ১০ম গ্রেড ৫টি অস্থায়ী পদ।
১৭। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কেমিক্যাল) : ১০ম গ্রেড ১ টি অস্থায়ী পদ।
১৮। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আর্কিটেকচার) : ১০ম গ্রেড ৫ টি অস্থায়ী পদ।
১৯। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/জেনারেল ইলেট্রনিক্স ) : ১০ম গ্রেড ৯০ টি অস্থায়ী পদ।
২০। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ফার্মমেশিনারী) : ১০ গ্রেড ১৫৩ টি অস্থায়ী পদ।
২১। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং) : ১০ গ্রেড ৮৯ টি অস্থায়ী পদ।
২২। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ ওয়েল্ডিং এন্ড ফ্রেবিকেশন) : ১০ গ্রেড ৬০ টি অস্থায়ী পদ।
২৩। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/সিভিল কন্সাট্রাকশন এন্ড সেফটি) : ১০ গ্রেড ২০ টি অস্থায়ী পদ।
২৪। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ফিশ কালচার এন্ড ব্রিডিং) : ১০ গ্রেড ৩৮ টি অস্থায়ী পদ।
২৫। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ পোল্ট্রি রিয়ারিং এন্ড ফামিং: ১০ গ্রেড ৪০ টি অস্থায়ী পদ।
২৬। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/মেশিন অপারেশন বেসিকস) : ১০ গ্রেড ৯৯ টি অস্থায়ী পদ।
২৭। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) : ১০ গ্রেড ৮১ টি অস্থায়ী পদ।
২৮। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/প্লাম্বিং এবং পাইপ ফিটিং) : ১০ গ্রেড ৬৪ টি অস্থায়ী পদ।
২৯। সিনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার : ১০ গ্রেড ১৪টি স্থায়ী পদ।
৩০। ”সিনিয়র স্টাফ নার্স” : ১০ গ্রেড ৮২৮ টি স্থায়ী পদ।
৩১। প্রধান শিক্ষক : ১১তম ও ১২ তম গ্রেড ১১২২টি স্থায়ী পদ।
৩২। জনসংযোগ কর্মকর্তা : ১২ তম গ্রেড ১টি স্থায়ী পদ।
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
বয়সসীমা: ০১.০৮.২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর (নির্দিষ্ট কিছু পদের জন্য ৩০ বছর)। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর প্রযোজ্য।
আবেদনের সময়সীমা:
আবেদন প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ৯৯-১১০ এর পদের জন্য ২০০/- টাকা, ১২৯ ও ১৩০ নং ক্রমিকের পদের জন্য ১৫০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা। একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য পৃথকভাবে ফি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ