নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সমন্বিত নাবিক (রেটিং) ভর্তি পরীক্ষা - ২০২৫ (গ্রীষ্মকালীন সেশন) এর আন্তঃ ইন্সটিটিউট মাইগ্রেশন পরবর্তী বিভাগ ভিত্তিক, শূন্য আসনের বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত এবং হালনাগাদ অপেক্ষমান তালিকা (মেধাক্রম ও পছন্দ অনুযায়ী) এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- আন্তঃ ইন্সটিটিউট মাইগ্রেশন: যে সকল প্রার্থী আন্তঃ ইন্সটিটিউট মাইগ্রেশন হয়েছেন, তাদের আগামী ০৩.০৯.২০২৫ তারিখের মধ্যে নির্বাচিত ইন্সটিটিউটে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
- চক্ষু পরীক্ষা (ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুর এর অপেক্ষমান তালিকা):
- তারিখ ও সময়: ০১.০৯.২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায়
- স্থান: নৌপরিবহন অধিদপ্তর, এফ-১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
- ফি: ৫০০ (পাঁচশত) টাকা (চার্জ ব্যতিত), ওয়েবসাইট (dgs.gov.bd অথবা dgs.dpt.gov.bd/maritimeinstitute) এর মাধ্যমে প্রদান করতে হবে।
- চক্ষু পরীক্ষার রিভিউ (অকৃতকার্যদের জন্য):
- তারিখ ও সময়: ০২.০৯.২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায়
- স্থান: নৌপরিবহন অধিদপ্তর, এফ-১২/সি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
- আবেদনের শেষ তারিখ: ০১.০৯.২০২৫ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে (ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে)। রিভিউ পরীক্ষার সরকারি ফি প্রার্থীদের বহন করতে হবে।
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মেডিক্যাল টেস্ট:
- ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুর এর অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের জন্য: ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।
- মেডিক্যাল টেস্ট (সিভিল সার্জন কার্যালয় থেকে): ০১.০৯.২০২৫ হতে ০৪.০৯.২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এতে বুকের এক্সরে, প্রসাব (সুগার/এলবুমিন), রক্ত (ভি.ডি.আর.এল), দৃষ্টিশক্তি, কালার ভিশন (বর্ণান্ধতামুক্ত), ডোপ টেস্ট ও শ্রবণ শক্তি পরীক্ষা অন্তর্ভুক্ত। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার ফি প্রার্থীদের বহন করতে হবে।
- ভর্তি ফি (ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুর এর অপেক্ষমান তালিকা): অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম এর অনুকূলে ১০,০০০/- (দশ হাজার) টাকার পে-অর্ডার (ফেরতযোগ্য) জমা দিতে হবে।
- ভর্তির শেষ তারিখ (সকল নির্বাচিতদের জন্য): আগামী ০৪.০৯.২০২৫ তারিখের মধ্যে নির্বাচিত ইন্সটিটিউটে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। সরকারি ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
- বিশেষ দ্রষ্টব্য: ০৪.০৯.২০২৫ তারিখের মধ্যে ভর্তি না হলে আসন শূন্য ঘোষণা করা হবে। ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতা সনদ বা অন্যান্য প্রযোজ্য সনদে নীতিমালা অনুযায়ী কোনো ব্যত্যয় বা ঘাটতি থাকলে এবং কোটা সংক্রান্ত কোনো ব্যত্যয় থাকলে প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ