সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

আপনি একটি চমৎকার ছবি আপলোড করেছেন। এখানে সেই ছবিতে থাকা চাকরির বিজ্ঞপ্তিটি বাংলায় সাজিয়ে দেওয়া হলো:

ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview)

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের মেডিকেল প্রমোশন অফিসার (Medical Promotion Officer - MPO) পদের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজছে।

যোগ্যতা (Requirements)

  • যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি।
  • বয়স ৩৩ বছরের নিচে।
  • বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ।
  • আন্তরিক, কঠোর পরিশ্রমী এবং কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা।
  • ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।

মূল দায়িত্বসমূহ (Key Responsibilities)

  • মেডিকেল ডিটেইলিং (Medical Detailing)।
  • প্রেসক্রিপশন তৈরি করা।
  • অর্ডার সংগ্রহ করা।

সুবিধাসমূহ (Benefits Offered)

  • আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ।
  • মাসিক ও ত্রৈমাসিক ইনসেন্টিভ স্কিম।
  • নিজের এবং পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

ইন্টারভিউতে যা কিছু আনতে হবে (Documents to be brought)

  • একটি বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV)।
  • সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র (মূল ও ফটোকপি)।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (মূল ও ফটোকপি)।

মেডিকেল সেলসে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে ধরা হবে এবং উচ্চ পারিশ্রমিক ও উচ্চ পদের জন্য বিবেচিত করা হতে পারে। বয়সসীমা শিথিলযোগ্য।

সূত্রঃ প্রথম আলো-২৯-০৮-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ