ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির রাজস্ব বাজেটে ০৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী পরিচালক (গ্রেড ৯)
  • ফিল্ড অফিসার (২ জন)
  • হিসাব রক্ষক-
  • লাইব্রেরি কাম মিউজিয়াম সহকারি-
  • সাঁট মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • গাড়ি চালক
  • অফিস সহায়ক-

প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

বয়সসীমা: সকল পদের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (rhdc.gov.bd) এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে আবেদন ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।

আবেদন ফি:

  • ১ ও ২ নং পদের জন্য: ৩০০/- (তিনশত) টাকা
  • ৩ থেকে ৭ নং পদের জন্য: ১০০/- (একশত) টাকা
  • ৮ নং পদের জন্য: ৫০/- (পঞ্চাশ) টাকা

আবেদন ফি পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির অনুকূলে অগ্রণী ব্যাংক লিঃ, বনরুপা শাখা, রাঙ্গামাটি, চলতি হিসাব নং-১৩৪১ তে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা সনদ, অভিজ্ঞতা সনদ ইত্যাদি) সহ মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত শেষ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।

পরীক্ষার তথ্য: লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য এবং ফলাফল ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ