সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 'রেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০২০' অনুসারে বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৮০টি পদে জনবল নিয়োগ করা হবে।

পদের নাম ও সংখ্যা:

১। সহকারী প্রোগ্রামার-০১ 

২। জি.আই.এস এনালিস্ট-০১ 

৩। সহকারী প্রকৌশলী (সিভিল)-০১  

৪। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-০১ 

৫। সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০১ 

৬। মেডিকেল অফিসার-০২ 

৭। আইন কর্মকর্তা-০১ 

৮। সহকারী সচিব-০১ 

৯। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-০২ 

১০। কর কর্মকর্তা-০১ 

১১। উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-০১ 

১২। উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০১

১৩।  কম্পিউটার অপারেটর-০১ 

১৪। আইন সহকারী-০১ 

১৫। ওয়ার্ড সচিব-২৭ 

১৬। মাওলানা কাম রেজিস্ট্রার-০৩ 

১৭। ক্যাশিয়ার-০১ 

১৮। বাজার পরিদর্শক-০১ 

১৯। লাইসেন্স ইন্সপেক্টর-০২ 

২০। পরিচ্ছন্ন পরিদর্শক-০২ 

২১। সহকারী কর নির্ধারক-০৩ 

২২। সহকারী কর আদায়কারী-১০ 

২৩। সার্ভেয়ার-০২ 

২৪। রাজস্ব আদায় সহকারী-০২ 

২৫। কমিউনিটি কর্মী-০২ 

২৬। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৩ 

২৭। বাতি পরিদর্শক-০২ 

২৮। মশক নিধন সুপারভাইজার-০৩ 

২৯। মেকানিক-০১

বয়সসীমা:

প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীগণকে http://ncc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়মাবলী এবং আবেদন ফরম পূরণের নির্দেশিকা একই ওয়েবসাইটে এবং ncc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি:

  • ১ থেকে ১২ নং পদের জন্য: ২২৩/- টাকা (সার্ভিস চার্জসহ)
  • ১৩ থেকে ২৯ নং পদের জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ)

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা
  • SMS-এর মাধ্যমে ফি জমাদানের শেষ সময়: আবেদন জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ