ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর নিয়োগ বিজ্ঞপ্তি-১১ এর আওতায় গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে বিভিন্ন পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ পদের বিবরণ ও মোট সংখ্যা:
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ১৩ জন
- সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল): ১৩ জন
- সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): ১২ জন
- সেমি স্কিন্ড মেইনটেইনার: ২৪৫ জন
- অন্যান্য পদের উত্তীর্ণ প্রার্থীদের তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ডিএমটিসিএল এর ওয়েবসাইটে (www.dmtcl.gov.bd) প্রকাশ করা হবে। একই সাথে, প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমেও এই তথ্য জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য যে, অর্থ সহকারী, সেমি স্কিন্ড মেশিন অপারেটর (রোলিং স্টক) এবং সেমি-স্কিন্ড ড্রাইভার (সিএমডি) পদসমূহের জন্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ