সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ম্যানেজমেন্ট ট্রেইনী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ম্যানেজমেন্ট ট্রেইনী, ৩০টি পদ।

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার ডিগ্রী/সমমান পাস। একাডেমিক পরীক্ষায় যে কোনো ১(এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণীসহ অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ/সিজিপিএ ৩.০০ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য: ৩১/০৮/২০২৫ তারিখে আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: ৬ মাস প্রশিক্ষণ চলাকালে মাসিক সর্বসাকুল্যে বেতন ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ক্রেডিট ইউনিয়ন ফান্ড, চিকিৎসা ভাতা, এবং বার্ষিক ২টি উৎসব ভাতা ও ১টি বৈশাখী উৎসব ভাতা (৫০%) প্রাপ্য হবেন।

আবেদনের প্রক্রিয়া:

  • আবেদনপত্রের সাথে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত (নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা, মাতা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি/জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে), সাম্প্রতিককালের তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ/এনআইডি/জন্মনিবন্ধন/অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
  • আবেদন ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) “প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র” অথবা “PROSHIKA Human Development Centre” হিসাবের নামে যেকোনো তফসিলি ব্যাংকের উল্লেখিত শাখায় জমা দিতে হবে। টাকা জমাদানের স্লিপের কাস্টমার কপির ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
  • আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১/০৮/২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান প্রার্থীদের জীবনবৃত্তান্তে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ