সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী”, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, কুমিল্লা, রামগড়, নান্দুপুর, নোয়াখালী, চৌদ্দগ্রাম, লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম জেলার ৬৪টি ইউনিয়ন কার্যালয়ের জন্য কিছুসংখ্যক জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সুবিধাসমূহ:

  • জীবন বীমা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, ২টি উৎসব বোনাস, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • ফিল্ড অফিসার এবং শাখা ব্যবস্থাপক পদের জন্য মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে।

শর্তাবলী:

  • প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি (২ কপি) সহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় জামানত হিসেবে ১ মাসের বেতন জমা দিতে হবে, যা চাকরি শেষে ফেরত দেওয়া হবে।
  • কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

সূত্রঃ প্রথম আলো