সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক সম্প্রতি একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১০ ধারা এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা ২০১৫ (পরিমার্জিত ২০১৮) এর ৫.১১ ধারা মোতাবেক বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও এর অধীনস্থ দপ্তরসমূহের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) নিয়োগ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন:

  • দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: জয়া দত্ত, সহকারী কমিশনার (শিক্ষানবিশ)
  • বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: মো: আবু আবদুল্লাহ, সহকারী কমিশনার (শিক্ষানবিশ)
  • অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা: এস, এম, হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

এই নিয়োগের মাধ্যমে নাগরিকরা তথ্য প্রাপ্তি ও অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ