সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ সম্প্রতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে ০৬ জনকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা: ০৬টি পদ

বেতন স্কেল:

  • জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/- টাকা)।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য:

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমান ডিগ্রি।
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১৯/০৮/২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা https://dcgopalganj.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ-এর ওয়েবসাইটে (www.gopalganj.gov.bd) জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ