জাকস ফাউন্ডেশন, একটি এমআরএ সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থ সহায়তা পুষ্ট বেসরকারী উন্নয়ন সংস্থা, তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং আবাসন প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
♦ আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং দু'জন ব্যক্তির রেফারেন্সসহ্ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
♦ আবেদনের শেষ তারিখ:
আগামী ৩১/০৮/২০২৫ খৃষ্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সরুজনগর জয়পুরহাট বরাবর পৌঁছাতে হবে।
♦ পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি মোবাইল যোগে জানানো হবে।
♦ অন্যান্য সুযোগ-সুবিধা:
মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, জ্বালানী বিল, টিএ, ডিএ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা, প্রভিডেন্ট ফান্ড ঋণ ও মোটর সাইকেল ঋণ সুবিধা প্রদান করা হবে। সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ রয়েছে। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ আছে।
নিয়োগ জালিয়াতি থেকে সাবধান থাকতে অনুরোধ করা হয়েছে এবং কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। সকল পদে যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
সূত্রঃ ইত্তেফাক পত্রিকা
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ