সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলায় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে বাংলা ও ইংরেজি ভার্সনে নিম্নোক্ত পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা:

  • প্রভাষক: পদার্থ বিজ্ঞান-০১, হিসাব বিজ্ঞান-০১, গণিত-০১ জন
  • সহকারী শিক্ষক: জীববিজ্ঞান-০১, গার্হস্থ্য বিজ্ঞান-০১, ফিন্যান্স এন্ড ব্যাংকিং-০১, সাধারণ-০১ (প্রভাতী), সাধারণ-০১ (দিবা), গণিত-০১, ইংরেজি-০১, বিজ্ঞান (পদার্থ)-০১, সাধারণ-০১ জন
  • অফিস সহকারী: ০১ জন
  • পিএ: ০১ জন
  • হিসাব সহকারী: ০১ জন
  • অফিস সহায়ক: ০১ জন
  • আয়া: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০২১ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। সাধারণত, প্রভাষক ও সহকারী শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, অফিস সহকারী, পিএ ও হিসাব সহকারী পদের জন্য এইচএসসি পাশ (কম্পিউটার জ্ঞানসহ) এবং অফিস সহায়ক ও আয়া পদের জন্য জেএসসি/জেডিসি/সমতুল্য পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।

বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরু: ১৪ আগস্ট ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও স্থান:

  • তারিখ ও সময়:
    • ৩০ আগস্ট ২০২৫ (শনিবার) সকাল ০৯:০০ ঘটিকা: বাংলা ভার্সন কলেজ প্রভাষক এবং স্কুল শাখা সহকারী শিক্ষক (প্রভাতী) পদের জন্য।
    • ৩০ আগস্ট ২০২৫ (শনিবার) বিকাল ১৫:০০ ঘটিকা: ইংরেজি ভার্সন কলেজ প্রভাষক, স্কুল শাখা সহকারী শিক্ষক (দিবা) এবং অফিস শাখার সকল পদের জন্য।
  • স্থান: বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অন-লাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট (www.bafskc.edu.bd) থেকে জানা যাবে। আবেদন করার পূর্বে প্রার্থীর রঙ্গিন ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখুন।

আবেদন ফি (অনলাইন চার্জসহ):

  • প্রভাষক পদের জন্য: ৬৬০.০০ টাকা
  • সহকারী শিক্ষক পদের জন্য: ৫৬০.০০ টাকা
  • অফিস সহকারী, হিসাব সহকারী ও পিএ পদের জন্য: ৩৬০.০০ টাকা
  • অফিস সহায়ক ও আয়া পদের জন্য: ২৬০.০০ টাকা

প্রবেশপত্র ডাউনলোড করার সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট ২০২৫ থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান (Class Teaching) এবং মৌখিক (Viva Voce) পরীক্ষার তারিখ, সময় ও স্থান যথাসময়ে ই-মেইল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ