চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে ০২ (দুই) জন মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে এমবিবিএস ডিগ্রীধারী হতে হবে এবং ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। সার্জারী, মেডিসিন, গাইনোকোলজী, চক্ষু, ইএনটি, রেডিওগ্রাফী বা পেডিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৩০/০৯/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্তসহ পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন-৪১০০ বরাবর আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সাথে প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর অনুকূলে ২০০/- (দুইশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এছাড়াও, ২ কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ