সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও সংখ্যা:
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০৩ টি পদ
- মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৮ টি পদ
- অফিস সহায়ক (গ্রেড-২০): ০৬ টি পদ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
- মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
- অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা:
০১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বৎসর হতে হবে। তবে, ক্রমিক ১ ও ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা http://mohpw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
- অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা।
- অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি:
- ক্রমিক ১ ও ২ নং পদের জন্য: ১০০/- টাকা (সার্ভিস চার্জ সহ ১১২/- টাকা)।
- ক্রমিক ৩ নং পদের জন্য: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।
- সকল পদের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ কর্তৃক: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে, যা ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ