সিভিল সার্জন কার্যালয়, রংপুর সম্প্রতি মোট ১৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন গ্রেডের মোট ১৫৯টি শূন্য পদ উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://csi-rangpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরুর তারিখ ১১ আগস্ট ২০২৫, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫, রাত ১২:০০ টা। আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ২০১৮ এবং ২০২৪ সনে যারা সিভিল সার্জন কার্যালয়, রংপুরের একই পদের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদন বহাল থাকবে। লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ