চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর রাজস্ব খাতের আওতায় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৪টি শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে পারবেন। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগ সম্পর্কিত বিস্তারিত শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cmu.edu.bd) থেকে অথবা অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক/সংস্থাপন শাখা থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সাথে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ২০০/- টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। পূর্বের সার্কুলার (স্মারক নং/চমেবি/সংস্থাপন/নিয়োগ/২০২৫/৪২৬৮, ২২ এপ্রিল ২০২৫) অনুযায়ী আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তিতে উল্লেখিত শেষ তারিখের মধ্যে ২৭-০৮-২০২৫ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর (প্রশাসন/সংস্থাপন শাখা) এ আবেদনপত্র পৌঁছাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ